শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ মে ২০২৪ ১৪ : ৩৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেঠীতে ‘প্রক্সি’ দিয়েছে গান্ধী পরিবার। এই পরিবারের কেউ নেই যিনি নিজেদের হারানো দুর্গ উদ্ধার করবেন। কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠীর বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। আমেঠীতে কংগ্রেস ইতিমধ্যেই কে এল শর্মাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। গান্ধী পরিবারের অনুগত বলেই যাকে সকলে চেনে। এদিন স্মৃতি বলেন, আমেঠীর নতুন অতিথিকে সাদরে অভ্যর্থনা করা হবে। গান্ধী পরিবার থেকে আমেঠীতে কেউ ভোটে না লড়ার অর্থ তাঁরা আগে থেকেই হার মেনে নিলেন। আমেঠীতে গান্ধী পরিবারের কেউ ভোটে লড়বেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল তাতে জল ঢেলে দিল হাত শিবির। প্রসঙ্গত, আমেঠীতে রাহুল গান্ধী তিনবার টানা জিতেছিলেন। ২০০৪, ২০০৯ এবং ২০১৯ সালে রাহুলের জয় এখানে নিশ্চিত করে আমেঠীবাসী। তবে তাল কাটে ২০১৯ সালে। সেবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয় রাহুলকে। ওয়ানাড থেকে ভোটে লড়ে সাংসদ হিসাবে জায়গা পান রাহুল।